Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ কাযালয়
বিস্তারিত

কালের স্বাক্ষী বহনকারী জলেঢাকা উপজেলার তিস্তা নদীর তীরে গড়ে  উঠে গোলমুন্ডা ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ ।কাল পরিক্রমায় আজ গোলমুন্ড ইউনিয়ন এই গোলমুন্ডা ইউনিয়নটি বুড়িতিস্তা নদীর তীরে অবস্থান শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব কালচার বহন করে অত্র ইউনিয়নটির পূবে তিস্তা নদী পশ্চিমে নাউতারা নদী উত্তরে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি দক্ষিনে বুড়িতিস্তা নদী এবং মধ্য প্রন্ত ধুমনদী আজও সমুজ্জ্বল।

ক) নাম – ১নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৬৪৩০(একরে)

গ) লোকসংখ্যা –  ৩৫২৩৬  জন (প্রায় (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ০৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান/বাস/অটো/কার।

জ) শিক্ষার হার – ৪০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩টি,